ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গলে কর্মহীন ১১৩ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
শ্রীমঙ্গলে কর্মহীন ১১৩ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মহীন পরিবারগুলোর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘরবন্দি ১১৩টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে গাজীপুর একতা সমাজকল্যাণ পরিষদ শ্রীমঙ্গল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলে।  

শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের  সামনে সকাল ৯টায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শামিম আখতার হোসেন মিন্টু, সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়া, সেক্রেটারি মাহমুদুল হাসান সুমন,  অর্থ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন ভূঁইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা।

 

এর আগে রামনগর গাজীপুর, দক্ষিণ মুসলিমবাগ, বিরাইমপুর, উত্তরসুরসহ বিভিন্ন এলাকার মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের দায়িত্বশীলরা।

সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, কোনো ধরনের জমায়েত ছাড়াই শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা কর্মহীন ১১৩টি হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী তুলে দিয়েছি।

প্রতিটি প্যকেটে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি চনাবুট, এক লিটার তেল ও আধা কেজি খেজুর ছিল। মহতি আয়োজনে অংশগ্রহণ করায় সব ডোনার ও শুভাকাঙ্খীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

২০১৯ সালে গঠিত হওয়া স্বেচ্ছাসেবী এ সংগঠনটি প্রতিবছর ইফতার সামগ্রী, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, দরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতাসহ আর্তমানতার সেবায় কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ