ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন এক কয়েদি করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
ঢামেকে চিকিৎসাধীন এক কয়েদি করোনায় আক্রান্ত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক সাজাপ্রাপ্ত আসামি কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি করোনা রোগে আক্রান্ত হয়েছেন। তার বয়স (৬০) বছর। তিনি ডায়ালাইসিসের রোগী।

বুধবার (২২ এপ্রিল) ঢামেক হাসপাতালের ডিউটিরত কারারক্ষী শেখ কামাল হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ওই কয়েদিকে ৩০ মার্চ কিডনিজনিত রোগের কারণে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ৯০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

পরে হাসপাতালে তার ডায়ালাইসিস করা হয়। অনেকদিন ধরে হাসপাতলে আছে তাই চিকিৎসকরা মনে করেছেন তার করোনা পরীক্ষা করা উচিত। এক পর্যায়ে তার স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষায় পাঠানোর পরে সেখান থেকে তারা বুধবার জানিয়েছে তার করোনার পরীক্ষায় পজেটিভ। পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে।

কারারক্ষী কামাল জানান, দীর্ঘদিন ধরে ওই আসামি হাসপাতালে চিকিৎসাধীন। তাই ধারণা করা হচ্ছে হাসপাতাল থেকেই তিনি করানোয় আক্রান্ত হয়েছেন। এখন চিকিৎসকরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই কার্যকর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।