ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে করোনা আক্রান্ত ৫৭ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
মুন্সিগঞ্জে করোনা আক্রান্ত ৫৭ জন

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে নতুন করে আরও ৬ জনের করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নারী রয়েছেন দুজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে। 

নতুন আক্রান্তের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় চার জন ও শ্রীনগর উপজেলায় দুই জন।  

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।

 

আবুল কালাম আজাদ জানান, রোববার পাঠানো ৭০ জনের নমুনা পরীক্ষার পর ৮ জন পজিটিভ হলেও বাকি ৬২ জনের নেগেটিভ আসে। রোববারের পুরো রিপোর্ট চলে এলেও সোমবারের ১৮ এবং মঙ্গলবারের পুরো ৩৩ জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। আইইডিসিআরে এখন পরীক্ষার চাপ বেড়ে যাওয়ায় রিপোর্ট পেতে দেরি হচ্ছে।
মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আরও জানান,  এ পর্যন্ত জেলায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন মৃত। মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, গজারিয়ায় ৮, টঙ্গীবাড়িতে ১০, সিরাজদিখানে ১১, শ্রীনগরে ৭  এবং লৌহজং উপজেলায় ৫ জন।  

এ পর্যন্ত ৪৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৫৫ জনের রিপোর্ট এসেছে। এখনও সোমবারের ১৮ ও মঙ্গলবারের ৩৩ সহ মোট ৫১ জনের রিপোর্ট আসেনি। বুধবার পাঠানো ৪৮ জন মিলে মোট ৯৯ জনের নমুনা আছে আইইডিসিআরএ। যার রিপোর্ট আসবে।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।