ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মুজিবনগরে করোনা শনাক্ত, ৭ বাড়ি লকডাউন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
মুজিবনগরে করোনা শনাক্ত, ৭ বাড়ি লকডাউন 

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২২ এপ্রিল) সকালে পাঁচ জনের পরীক্ষার রিপোর্ট আইইডিসিআর থেকে মেহেরপুর স্বাস্থ্য বিভাগে আসে এর মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছে।

আক্রান্ত ব্যক্তি ব্র্যাক অফিসে কর্মরত।

তার সংস্পর্শে যারা এসেছিলেন সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হবে এবং তার ভাড়া বাড়িসহ আশপাশের ৭ বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে মুজিবনগর উপজেলা প্রশাসন।

এ ব্যাপরে জেলা পশাসক আতাউল গনি বলেন, আতঙ্কিত না হয়ে সচেতন হোন, বাড়িতে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
 
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, 
করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির অবস্থা এখন ভাল রয়েছে। তিনি এ মুহূর্ত থেকে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।