ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা থেকে আগরতলা হয়ে ট্রেনে কলকাতা ১৭ ঘণ্টা!

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

কলকাতা: ঢাকা থেকে আগরতলা হয়ে ট্রেনে কলকাতায় যেতে লাগবে মাত্র ১৭ ঘণ্টা! ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ প্রচেষ্টায় এ  উদ্যোগ সফল হতে চলেছে।

ভারতীয় রেলমন্ত্রক সূত্রে জানা গেছে, এ বিষয়ে কথা বলতে ঢাকা থেকে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এখন আগরতলায় অবস্থান করছেন।

বুধবার সারাদিন তারা এ বিষয়ে আলোচনা করেন ভারতের উত্তর-পূর্ব রেলওয়ে ও ত্রিপুরা পরিবহন মন্ত্রকের সঙ্গে।

তার আগে মঙ্গলবার বাংলাদেশের প্রতিনিধিদলটি আগরতলা স্টেশন ও আখউড়া সীমান্তের পুরনো রেলপথ পরির্দশন করেন।

উল্লেখ্য, আগরতলা থেকে ত্রিপুরা বা উত্তর-পূর্ব ভারতের লোকজনকে এখন রেলে আসাম হয়ে কলকাতায় আসতে সময় লাগে ৬০ ঘণ্টারও বেশি। সেখানে এ রেলপথ চালু হলে যাত্রীদের বেঁচে যাবে ৪৩ ঘণ্টারও বেশি সময়!
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।