ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘আর কতো থাকবো উপবাস, খাবার দে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
‘আর কতো থাকবো উপবাস, খাবার দে’

ব্রাহ্মণবাড়িয়া: ‘আর কতো থাকবো উপবাস, খাবার দে’-লেখাযুক্ত ব্যানার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রাণ সহায়তা চেয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে সরাইল উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউনূছ মিয়া ওরফে ইনুর নেতৃত্বে স্থানীয় সৈয়দটুলা গ্রামের লোকজন বিক্ষোভ মিছিল বের করেন।  

মিছিলটি নিয়ে ভুক্তভোগীরা উপজেলা পরিষদের সামনে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে ত্রাণ সহয়তার দাবিতে নানা স্লোগান দেন।

 

বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডেরে বাসিন্দারা সরকারি কোনো ত্রাণ সহায়তা পাননি। এর ফলে তাদের অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। এতে মানবেতর দিন কাটছে তাদের।

শ্রমিক লীগ নেতা মো. ইউনূছ মিয়া বলেন, করোন ভাইরাসের প্রভাবে সৈয়দটুলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ আসেনি। এ ওয়ার্ডে হতদরিদ্র ও শ্রমিক রয়েছেন। সেজন্য আমরা বিক্ষোভ করেছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের ত্রাণ দেয়ার ব্যাপারে আশ্বস্ত করার পর চলে এসেছি।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) আবু সালেহ মো. মুসা বলেন, ত্রাণের জন্য বিক্ষোভ করা হয়নি। তাদের বলা হয়েছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। ইনু এ গুজব ছড়িয়ে তাদের নিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।