ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা

খাগড়াছড়িতে ৬৬ জনের নমুনা সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
খাগড়াছড়িতে ৬৬ জনের নমুনা সংগ্রহ ম্যাপ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরীক্ষার জন্য ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ২৭ জনের পরীক্ষায় ফলাফল এসেছে। তাদের কেউই কোভিড-১৯ আক্রান্ত নন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেন।

খাগড়াছড়িতে ১ হাজার ৭৫৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং হোম কোয়ারেন্টিনে রয়েছে ৭০৬ জন।

তবে এরই মধ্যে ১৪ দিনের মেয়াদ পার হওয়ায় ১৬৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে আইসোলেশনে রয়েছে ৩ জন।

ডা. নুপুর কান্তি দাশ জানান, এরা সবাই গত ক’দিনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিক।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।