ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে করোনা রোগী একলাফে বেড়ে দিগুণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
সিলেটে করোনা রোগী একলাফে বেড়ে দিগুণ সিলেট

সিলেট: সিলেটে শনাক্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী একলাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। এর আগে বিভাগজুড়ে করোনা ভাইরাস পজিটিভ ছিলেন আটজন। সোমবার (২০ এপ্রিল) আরো ১০ জন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে সিলেটে শনাক্ত রোগী মোট ১৮ জন।

ইতোমধ্যে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়।

গত ৭ এপ্রিল থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়।

১৯ এপ্রিল পর্যন্ত বিভাগে ১ হাজার ২৩০ জনের নমুনা আসে এ ল্যাবে।

এ যাবত পরীক্ষা হয় ৯২০ জনের। এর মধ্যে সোমবার রাত ৮টা পর্যন্ত ৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত রোগীদের সবাই হবিগঞ্জের। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন।

তিনি বলেন, ‘এ যাবত বিভাগে ১৮ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সিলেটের পাঁচজন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে এবং হবিগঞ্জের ১১ জন। এর আগ পর্যন্ত হবিগঞ্জে করোনা ভাইরাস পজিটিভ ছিলেন একজন। ’

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।