ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউনের মধ্যে মানিকগঞ্জে সীমিত আকারে ব্যাংকের লেনদেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
লকডাউনের মধ্যে মানিকগঞ্জে সীমিত আকারে ব্যাংকের লেনদেন

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা লকডাউন ঘোষণা হলেও অগ্রণী ব্যাংক লিমিটেড মানিকগঞ্জ শাখা শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে চলছে লেনদেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলমান আছে এমন চিত্র দেখা যায় অগ্রণী ব্যাংক লিমিটেডের মানিকগঞ্জ শাখায়। ব্যাংকের বাইরে সিরিয়াল অনুযায়ী পুলিশ পাঁচ জন করে গ্রাহক ব্যাংকের ভেতরে যেতে দিচ্ছে এবং সাত ফুট দূরত্ব বজায় রেখে লেনদেন চলছে।

অগ্রণী ব্যাংক লিমিটেডের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের মানিকগঞ্জ জেলার মূল শাখাসহ পাঁচটি শাখা অফিস আছে ওই সব অফিস সপ্তাহে তিন দিন খোলা রাখছে এবং শহরের মূল অফিস পাঁচ দিন খোলা থাকছে।  

ব্যাংকের বাইরে থেকে পুলিশের সহায়তায় পাঁচজন করে গ্রাহক ব্যাংকের ভেতরে প্রবেশ করছে, তাদের হাত ধুয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে ব্যাংকের লেনদেন চলমান আছে বলেও জানান এই ব্যাংক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।