ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে তিন চিকিৎসকসহ ২০ জন হোম কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
লক্ষ্মীপুরে তিন চিকিৎসকসহ ২০ জন হোম কোয়ারেন্টিনে ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এক রোগীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তিনি শনাক্ত হওয়ার পর হাসপাতালের দ্বিতীয় তলা বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে ওই রোগীর সংস্পর্শে আসা তিন চিকিৎসক, নার্স ও স্টাফসহ ২০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্বিতীয় তলায় থাকা এক রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ওই ফ্লোরকে পূর্ণাঙ্গভাবে জীবাণুমুক্ত করে খোলা হবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলার রামগতি কমলনগর রামগঞ্জ ও সদর উজেলায় মোট ২৬ জনের করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এসআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।