ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন, রক্ষা পেলো ৭ পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
সিলেটে বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন, রক্ষা পেলো ৭ পরিবার ভবনের আগুন। ছবি: বাংলানিউজ

সিলেট: বজ্রপাতে সিলেটে একটি ফ্লাট বাসায় গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ওই ভবনের সাত পরিবারের সদস্যরা।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে নগরের উপশহর জি-ব্লকের ৫ নম্বর সড়কের ১০৩/৩ বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জালালাবাদ গ্যাসের লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।   

ওই বাসার বাসিন্দা উপজেলা নির্বাচনী কর্মকর্তা এমদাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোরবেলা সিলেটের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এমন সময় বিকট শব্দের পরই বজ্রপাতে বাসার নিচে গ্যাস রাইজারে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। তখন বাসার লোকজন প্রাণ বাঁচাতে নিচে নেমে আসেন। তাৎক্ষণিক জালালাবাদ গ্যাসের জরুরিবিভাগে ফোন দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের ভয়াবহতায় তারা কাছেই যেতে পারেননি। প্রায় আধাঘণ্টা পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৭ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল বাহিনীর কর্মীরা।  ছবি: বাংলানিউজতিনি বলেন, বজ্রপাতের কারণে পাঁচতলা ভবনের সবক'টি বাসার টিভি, ফ্রিজ, ফ্যান, মোটর নষ্ট হয়ে গেছে। একই ক্ষয়ক্ষতি হয়েছে আশপাশের বাসাগুলোর। তারপরও প্রাণে বাঁচতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি ফেসবুকে স্ট্যাটার্স দিয়েছেন।

আগুন নেভাতে যাওয়া সিলেট দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার হুমায়ন কারনায়েম বলেন, ঘটনাস্থলে পৌঁছার পর তারা ৭ মিনিটের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনে রাইজারের ক্ষতি ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।