ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: দীর্ঘ আট মাস পর বহুল আলোচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফলাফল দেওয়া হয়।



গত ৮ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৭ লাখ প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রায় ১ লাখ ৩৪ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১৫ জুন মৌখিক পরীক্ষা গ্রহণ শেষ হয়। মোট ১০০ নম্বরের শিক্ষক নিয়োগের পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর ৮০ ও মৌখিক পরীক্ষার নম্বর ২০। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পর চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।