ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
সিলেটে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সিলেটে বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বাবা-ছেলে ও সীমন্তবর্তী জকিগঞ্জ উপজেলায় গরু চরাতে গিয়ে আরেকজনের মৃত্যু হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আবু নাসের বাংলানিউজকে বলেন, এদিন বিকেলে উপজেলার দরগা বাহারপুর এলাকায় গরু চরাতে গেলে বজ্রপাতে ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তি মারা যান।

তিনি ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

এদিকে, নগরের উপকন্ঠ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকার পূর্ব উত্তরপাড়া গ্রামে বজ্রপাতে মারা যান শমসের আলী ও তার শিশু সন্তান ছয়ফুল আহমদ।

পুলিশ জানায়, উপজেলার কালারুকা পশ্চিম হাওরে (উনাখাওরি বিল) ছেলেকে নিয়ে ধান কাটতে গেলে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়েন বাবা-ছেলে। এসময় হঠাৎ বজ্রপাতে তারা উভয়ই প্রাণ হারান।

মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এনইউ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।