ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবু বউকে ফেলে পালালেন যুবক, বাল্যবিয়ে বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
হবু বউকে ফেলে পালালেন যুবক, বাল্যবিয়ে বন্ধ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী গ্রাম থেকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামে বাল্যবিয়ে করতে এসেছিলেন মাহবুবুর রহমান। ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে। কিন্তু বউ নিয়ে ফেরা তো দূরের কথা, উল্টো পালাতে হলো বিয়ে না করে। কনে প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে প্রশাসনের তৎপরতায় বন্ধ করে দেওয়া হয়েছে এ বিয়ে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে।

এ ঘটনায় বিয়ে করতে আসা যুবক পালিয়ে গেলেও দুই বরযাত্রীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার বীরপলি গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ে করতে আসা যুবক পালিয়ে গেলেও ধরা পড়েন তার দুই চাচা। পরে ভ্রাম্যমাণ আদালত দুই বরযাত্রীর এক হাজার টাকা জরিমানাসহ বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। দুই বরযাত্রীর জরিমানা করা হয়েছে। আর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা দিয়েছেন মেয়ের বাবা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।