ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া: জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় উকিল সরকার (৬৫) মে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামে এ ঘটনা ঘটে। উকিল সরকার একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গ্রামটির বাসিন্দা সুরেন্দ্র সরকারের সঙ্গে উকিল সরকারের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে সুরেন্দ্রর নারিকেল গাছের ডাল উকিল সরকারের ঘরের ওপর পড়লে এনিয়ে ওই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ে দু’পক্ষের মধ্যে মারামারি বাঁধে। এসময় প্রতিপক্ষের আঘাতে উকিল সরকার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।