ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে জ্বর-কাশি নিয়ে আইসোলেশনে ৫ গার্মেন্টস কর্মী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
খাগড়াছড়িতে জ্বর-কাশি নিয়ে আইসোলেশনে ৫ গার্মেন্টস কর্মী খাগড়াছড়ি (মানচিত্র)

খাগড়াছড়ি: ২৪ ঘণ্টায় জ্বর ও কাশি নিয়ে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন দু’জন গার্মেন্টস কর্মী। এ নিয়ে মোট পাঁচজন গার্মেন্টস কর্মী হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে জানান তিনি।

এ দিকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে খাগড়াছড়িতে আসা শ্রমিকদের ১৯০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং ১৫১ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।

ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, আইসোলেশনে থাকা পাচঁজনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও হোম কোয়ারেন্টিনে থাকা সবাই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিক। এ পর্যন্ত ৩৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলেও ২২ জনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাকী নমুনার রিপোর্ট এখনো আসেনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।