ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ৪৫

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘর।

শুক্রবার (১৭ এপ্রির) গোপালগঞ্জ সদরের ছুটফা গ্রাম ও কাশিয়ানী উপজেলার শাফলিডাঙ্গা গ্রামে এ পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

জানা গেছে, ছুটফা গ্রামের জিন্নাত মুন্সীর পুকুর কাটা নিয়ে তারা শেখের সঙ্গে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকালে জিন্নাতের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তারা শেখের লোকজনের বাড়িতে হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

অন্যদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাফলিডাঙ্গা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় সূত্রে জানা গেছে, শাফলিডাঙ্গা গ্রামের হান্নান শেখের সঙ্গে জুয়েল খাকীর এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘ দিনে বিরোধ চলছিল। এরই জেরে রাস্তায় চলাচলে বাধা দেওয়া নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হন।  

সংঘর্ষে আহতরা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ও কাশিয়ানী থানার ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে ওইসব এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।