ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

৭৭ শ্রমিককে নারায়ণগঞ্জ ফেরত পাঠালো নৌ-পুলিশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
৭৭ শ্রমিককে নারায়ণগঞ্জ ফেরত পাঠালো নৌ-পুলিশ 

মুন্সিগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ট্রলারে করে কিশোরগঞ্জ যাচ্ছিল ৭৭ জন ইটভাটার শ্রমিক। এর মধ্যে ৩২ জন পুরুষ, ২২ জন নারী এবং ২৫ জন শিশু রয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে মুন্সিগঞ্জ সীমানাধীন ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুর কাছ থেকে ট্রলারসহ শ্রমিকদের আটক করে মুক্তারপুরে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। সকাল ১০টার দিকে তাদের ফতুল্লা ফেরত পাঠানো হয়।

 

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধলেশ্বরীতে অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ সদস্যরা। এসময় একটি ট্রলার থেকে ৭৭ জন শ্রমিককে আটক করা হয়। তারা ফতুল্লা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল। তাদের সকাল ১০টার দিকে ফেরত পাঠানো হয়েছে। এরা সবাই নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার ইটভাটার শ্রমিক। নৌ-পুলিশ অনেকদিন ধরেই ধলেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করে শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।