ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা ছাড়লেন ২৯০ অস্ট্রেলিয়ার নাগরিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
ঢাকা ছাড়লেন ২৯০ অস্ট্রেলিয়ার নাগরিক বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ের ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ অন্যরা।

ঢাকা: ২৯০ জন অস্ট্রেলিয়ার নাগরিক ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এসব নাগরিক শ্রীলঙ্কান এয়ারে ঢাকা ত্যাগ করেন। 

ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা ত্যাগ করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ের ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ের বলেন,  করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ থেকে বেশিরভাগ ফ্লাইট বন্ধ থাকলেও অস্ট্রেলিয়ার নাগরিকদের ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য শ্রীলঙ্কান এয়ারকে ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে হাইকমিশনার বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।