ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা

চাল ওজনে কম দেওয়ায় বাবুগঞ্জে ২ ইউপি সদস্যকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
চাল ওজনে কম দেওয়ায় বাবুগঞ্জে ২ ইউপি সদস্যকে কারাদণ্ড প্রতীকী ছবি

বরিশাল: করোনা ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট সংকটে সরকারের পক্ষ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলেদের জন্য বরাদ্দ চাল ওজনে কম দেওয়ায় বরিশালে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রোকনউজ্জামান ও মো. জাকির হোসেন।

সুজিত হালদার জানান, জেলেদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে সেখানে এ কাজের সঙ্গে জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালত দুই ইউপি সদস্যকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে এ ঘটনার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।