ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডা. মঈন উদ্দিনের প্রতি পুলিশের গভীর শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
ডা. মঈন উদ্দিনের প্রতি পুলিশের গভীর শ্রদ্ধা ডা. মো. মঈন উদ্দিন

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের মৃত্যুতে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা সাংবাদিকদের এ বিষয়ে জানান।

তিনি বলেন, প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

কিন্তু অসুস্থ মানুষকে সেবাদান করতে গিয়ে এমন মৃত্যু নিশ্চিতভাবে গর্বের।

একইসঙ্গে ডা. মইনুদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি পুলিশের গভীর সমবেদনার কথা জানান এআইজি সোহেল রানা।

এর আগে বুধবার সকাল পৌনে সাতটায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. মঈন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এজেডএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।