ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে অর্ধশতাধিক দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
না’গঞ্জে অর্ধশতাধিক দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স মিল থেকে আগুন লেগে পাশের একটি মার্কেটে ছড়িয়ে পড়ে প্রায় অর্ধশতাধিক দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে আদমজী ইজিজেড, ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত ১০টার দিকে উপজেলার মিজমিজি কান্দাপাড়া এম আলম মেরিট কেয়ার স্কুলের পাশের একটি স মিলে এ আগুন লাগে।

 মুহূর্তের মধ্যে তা পাশের একটি আধাপাকা মার্কেটে ছড়িয়ে পড়লে সেখানে প্রায় অর্ধশতাধিক দোকানে আগুন লেগে যায়।  

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমাদেরসহ বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত ১২টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। করোনা ভাইরাসের কারণে সবগুলো দোকান বন্ধ থাকায় এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ