ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিরামপুরে করোনা লক্ষণ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
বিরামপুরে করোনা লক্ষণ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) লক্ষণ নিয়ে এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যান।

 

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃত্যুর সময় তার শরীরে করোনার লক্ষণ ছিল। দিনাজপুর থেকে একটি টিম এসে নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করতে গেছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রয়োজনে ওই এলাকাটি লকডাউন করা হবে।

জানা গেছে, রোববার (১২ এপ্রিল) ওই ব্যক্তি কাশিসহ বিভিন্ন রোগ নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার (১৩ এপ্রিল) হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেন। কিন্তু তার পরিবারের সদস্যরা আইসোলেশনে রাখতে অস্বীকৃতি জানান। পরে সোমবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।