ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাবনায় ত্রাণের চালসহ ঢালারচর ইউপি চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
পাবনায় ত্রাণের চালসহ ঢালারচর ইউপি চেয়ারম্যান আটক

পাবনা: পাবনায় ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী বিশ্বাসকে (৬০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-১২) সদস্যরা। 

সোমবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে বেড়া উপজেলার বাঁধেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী ত্রাণের চাল দুস্থদের মধ্যে বিতরণ না করে অসৎ উদ্দেশে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছেন-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাবের সদস্যরা।

 

এসময় গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি চালসহ ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে হাতে নাতে আটক করা হয়।  
এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।