ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ হাসানহাট বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৩ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, করোনার কারণে সন্ধ্যার পর থেকেই হাসানহাট বাজার বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে অবস্থান করছিল।

রাত দেড়টার দিকে হঠাৎ লোকজনের আগুন আগুন চিৎকার শুনে ব্যবসায়ীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।              

খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৩টি দোকান পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়:০৭০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।