ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাটিরাঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
মাটিরাঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল জব্দ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৮ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার তাইন্দং বাজারে স্থানীয় ইউপি সদস্য শ্রমিকলীগ নেতা জামাল উদ্দিনের গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় টের পেয়ে ইউপি সদস্য ও তার সহকারীরা পালিয়ে যান।

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।  

অপরদিকে খাগড়াছড়ির মানিকছড়িতে মেয়াদোর্ত্তীণ চাল বাজারজাতকরণের চেষ্টাকালে রহমানিয়া অটোরাইচ মিলে অভিযান চালিয়ে মিলের কর্মচারী মো. হোসেনকে এক বছরের কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মিল থেকে ৩০০ বস্তা চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।