ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদি আরবে করোনায় বাংলাদেশির মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
সৌদি আরবে করোনায় বাংলাদেশির মৃত্যু  

নোয়াখালী: সৌদি আরবের জেদ্দায় প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সাইফ উদ্দিন টুটুল (৪০)  নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) দিনগত রাতে সৌদি কিং ফাহাদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইফ উদ্দিন টুটুল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনি সারেং বাড়ির হক সাহেবের ছেলে।

নিহতের ছোট ভাই ও স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিন মজনু বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভাই কয়েক বছর আগে সৌদি আরব যান। তিনি সেখানে জেদ্দা শহরে কাজ করতেন।
 
কয়েকদিন আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। গত এক সপ্তাহ সৌদির কিং ফাহাদ হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রোববার (১২) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।