ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু, বাড়ি লকডাউন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
সাভারে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু, বাড়ি লকডাউন

সাভার (ঢাকা): জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সাভার উপজেলায় এক কিশোরের (১২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় কিশোরের বসবাসরত বাড়িটি লকডাউন করে রাখা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি বাংলানিউজকে জানান সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।

এর আগে সকালে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মারা যায় ওই কিশোর।

তাই করোনা আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।  

ইউএইচএফপিও ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বাংলানিউজকে জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কিশোরের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে কিশোরের করোনা পজেটিভ ছিল কি-না। এছাড়া লাল পতাকা টাঙিয়ে কিশোরের বসবাসরত বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।