ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামুতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
রামুতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের রামুতে পানিতে ডুবে মোহাম্মদ জুনায়েদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে গর্জনিয়া ফারিখালে শিশুটি গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত শিশুটি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়বিল কাচিখোলা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।  

জানা গেছে, শনিবার দুপুরে জুনায়েদের বাবা রাবার শ্রমিক মোহাম্মদ হোসেন ঘরে ছিলেন না।   মাও গৃহস্থালীর কাজে ব্যস্ত ছিলেন। এ অবস্থায় সবার অগোচরে মোহাম্মদ জুনায়েদ তার ছোট ভাই সাইফুল ইসলাম ও আরও দু’জন পাড়ার ছেলে সহ খেলতে চলে যায়। এক সময় তারা বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেচের পানির জন্য গর্জনিয়া ফারিখালে দেওয়া বাঁধের পানিতে গোসল করতে নামে। পানিতে খেলতে খেলতে এক সময় জুনায়েদ পানিতে ডুবে যায়।

প্রায় আধ ঘণ্টা পর দুপুর দুইটার দিকে জুনায়েদের নিথর দেহ ভেসে উঠলে, ছোট ভাই সাইফুল ইসলামসহ অন্য ছেলেরা বাড়িতে খবর দেয়। মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েন রাবার বাগান শ্রমিক মোহাম্মদ হোসেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মোনজুর এলাহী জানান, মৃত শিশু ছোটভাইসহ আরও দু’জন ছেলে নিয়ে খালের পানিতে গোসল করতে নামে। খালে বাঁধ দেওয়ায় পানিও ছিলো, ওই পানিতে শিশুটি ডুবে যায়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এসবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।