ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে টিসিবির পণ্যসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
রংপুরে টিসিবির পণ্যসহ ব্যবসায়ী আটক আটক

রংপুর: রংপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্য তেল ও চিনিসহ লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নগরীর বোতলা বৈশাখী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোতলা বৈশাখী মোড় এলাকায় অভিযান চালিয়ে লুৎফর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় দোকান থেকে টিসিবির ৫৫৪ লিটার সয়াবিন তেল ও ১০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

তিনি জানান, ডিলারের কাছ থেকে এই পণ্য তিনি পেয়েছেন তাকে আটকের অভিযান চলছে। এছাড়া আটক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।