ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
বগুড়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়া: বগুড়ার সোনাতলায় উপজেলায় ছাগলে লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল উপজেলার চকনন্দন গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে।

জানা গেছে, চকনন্দন গ্রামের আব্দুল খালেকের জমিতে লাগানো লাই গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে দু'পক্ষের লোকজন লাঠিশোটা নিয়ে সংর্ঘষে জড়িতে পড়েন। এতে নিহত শফিকুল ইসলামের ছোট ভাই শরিফুলসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শফিকুল মারা যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ফারুক ও শাকিল নামে দু'জনকে আটক করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দু'জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।