ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ভোর রাতে প্রতাপনগরের কোলা পয়েন্টে অন্তত দেড়শ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।  

প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, শনিবার ভোরে প্রবল জোয়ারের চাপে কোলার জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে।

এতে কোলা, হিজলা, মাড়িয়ালা ও হাজরাখালি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব গ্রামের চারহাজার বিঘার বেশি মাছের ঘের ভেসে গছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-২ এর উপ সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২৮ মার্চ একই এলাকায় বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছিল।

এছাড়াও এই এলাকার বিপরীত দিকে একই ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় গত ৮ এপ্রিল কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে অনুরূপ ক্ষতি হয়।

এলাকার হাজার হাজার মানুষ করোনা পরিস্থিতির মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে সেই বেড়িবাঁধ ঠেকিয়ে রেখেছে।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।