ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় দিনমজুরদের ঘরে বেসরকারি সংস্থার খাদ্য সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
বগুড়ায় দিনমজুরদের ঘরে বেসরকারি সংস্থার খাদ্য সহায়তা বগুড়ায় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির খাদ্য সহায়তা। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) কারণে সৃষ্ট সংকটের কারণে কর্মহীন অসহায় দিনমজুরদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বেসরকারি সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির বগুড়া জেলা কমিটি।

 

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে কর্মহীন দিনমজুরদের ঘরে ঘরে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার জেলা কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ।

সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদারের ব্যবস্থাপনায় এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার জেলা কমিটির সহ-সভাপতি সাজেদুর রহমান শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, কোষাধ্যক্ষ শেখর রায়, কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ এবং সুদেব দাস।

প্রায় শতাধিক পরিবারের মধ্যে এসময় প্রতি পরিবারে ৫ কেজি চাল, ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ এবং ২ কেজি আলু বিতরণ করো হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি পরিমল প্রসাদ বাংলানিউজকে বলেন, দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে রয়েছে। যারা আত্মসম্মানের ভয়ে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। এমন অবস্থায় সমাজের সবাইকে মানবিক স্বার্থে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি বগুড়া জেলা শাখার উক্ত মানবিক কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
কেইউএ/এবি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad