ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা

আদমদীঘিতে কর্মহীনদের সহায়তা করলেন মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
আদমদীঘিতে কর্মহীনদের সহায়তা করলেন মুক্তিযোদ্ধা বগুড়ায় কর্মহীনদের সহায়তা দিচ্ছেন মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি দপ্তর কমান্ডার শফিউল ইসলাম ও তার সন্তানদের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সৃষ্ট সংকটের কারণে কর্মহীন পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কদুগ্রাম এলাকায় ৫০টি পরিবারকে এই খাদ্য সহায়তা ও মাস্ক বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সদস্য মিজানুর রহমান, কদুগ্রাম মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস ছাত্তার, মুক্তিযোদ্ধার সন্তান শাওন কেবল নেটওয়ার্কের পরিচালক সোহেল রানা, সাহেবুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad