ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনটে ঢাকাফেরত নার্সের বাড়ি লকডাউন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ধুনটে ঢাকাফেরত নার্সের বাড়ি লকডাউন

বগুড়া: বগুড়া ধুনট উপজেলায় নিজ এলাকায় ঢাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে পালিয়ে আসা এক নার্সের বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে ওই নার্সের বাড়িতে লাল নিশান টানিয়ে গ্রাম পুলিশ দিয়ে পাহারা বসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের বেলকুচি মধ্যপাড়া গ্রামের এক নার্স ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন।

করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে তিনি বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসেন। ঘটনাটি গ্রামে জানাজানি হলে ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নার্সের বাড়ি লকডাউন ঘোষণা করেন। ওই বাড়ির প্রবেশ পথে বাঁশ দিয়ে বেরিকেট দিয়ে সেখানে গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বাংলানিউজকে জানান, ঢাকায় একটি ক্লিনিকে মেয়েটি নার্সের চাকরি করেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাড়িতে এসেছেন। এজন্য তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ওই বাড়িটি লকডাউন ঘোষণা করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।