শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত হবে। প্রজ্ঞাপনও হয়ে যাবে।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বাংলানিউজকে বলেন, এখনও প্রজ্ঞাপন হয়নি।
বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গত ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
এই ছুটি বেড়ে ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সাধারণ ছুটির মধ্যে গণপরিবহনও বন্ধ রেখেছে সরকার।
এরআগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল সাধারণ ছুটি। পরে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এমআইএইচ/এএ