ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এক শিশুর মৃত্যু হয়েছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন বাংলানিউজকে জানান, রিমা দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ ঠাণ্ডা জনিত রোগে ভুগছিল। জীবিকার তাগিদে তার মা-বাবা ঢাকায় থাকলেও শিশুটি বাড়িতেই থাকতো।

কাজ কর্ম না থাকায় শিশুটির বাবা-মা গত ৫ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। এর মধ্যেই রিমা আবারো সর্দি-জ্বরসহ শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরে শুক্রবার ভোরে মারা যায়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ মেডিক্যাল টিম শিশুটির নমুনা সংগ্রহ করেছে।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।