bangla news

ভোলায় করোনা সন্দেহে আইসোলেশনে এক ব্যক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-১০ ১২:৫০:১৬ পিএম
আইসোলেশন ওয়ার্ড। ছবি: বাংলানিউজ

আইসোলেশন ওয়ার্ড। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় করোনা আক্রান্ত সন্দেহে নতুন আরো এক ব্যক্তিকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।  

শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করে। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মাহাবুব রহমান জানান, বৃহস্পতিবার রাতে জ্বর, সর্দি, কাশি ও শরীর ব্যথা নিয়ে শহরের ভদ্র পাড়ার এক বাসিন্দা ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখেন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ জনের নমুনাসহ জেলায় সর্বমোট ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত ৪০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
 
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, গত ৯ দিনে সর্বোমোট ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যেগুলো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং পাবলিক  হেলথ ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয়। 

বৃহস্পতিবার পর্যন্ত ৪০ জনের রিপোর্ট আমরা হাতে পেয়েছি, যার সবগুলো রিপোর্ট নেগেটিভ এসেছে। বলা যায়, এখন পর্যন্ত জেলার করোনা পরিস্থিতি ভালো রয়েছে।

এদিকে জেলায় এখন পর্যন্ত  ৫৭৭ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে নতুন ৮৫ জনসহ ১৪১ জন আছেন।

মনপুরায় ৩৮ জনকে প্রতিষ্ঠানিক হোম কোয়োরেন্টিনে রাখা হয়েছে, লকডাউন করা হয়েছে দুটি পরিবারকে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ভোলা করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-10 12:50:16