bangla news

বরিশালে নিজ নিজ এলাকায় অবস্থানের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-১০ ১২:২৯:৪৬ পিএম
লোগো

লোগো

বরিশাল: বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে বরিশাল নগরে সব ধরনের যানবাহন চলাচলে (কিছু ব্যতিক্রম) নিষেধাজ্ঞা আরোপ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একইসঙ্গে নগরবাসীকে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতে এমনকি অন্য এলাকায় বাজার করা থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বিএমপির মিডিয়া সেলের মাধ্যমে এ বিষয় নিশ্চিত করা হয়েছে।

বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের বরাত দিয়ে মিডিয়া সেলে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব আদেশ বলবৎ থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এমএস/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-10 12:29:46