ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে আরো এক ব্যক্তি করোনায় আক্রান্ত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
নবাবগঞ্জে আরো এক ব্যক্তি করোনায় আক্রান্ত

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরো এক ব্যক্তি (কোভিড-১৯) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ব্যক্তি সম্প্রতি তাবলীগ জামায়াত থেকে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দুইয়ে দাঁড়ালো।

 

শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ বলেন, ওই এলাকায় তিনজনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দিলে বুধবার (৮ এপ্রিল) ওই এলাকায় গিয়ে তিনজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সরকারের আইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিপোর্ট পাই তাতে এক জন পজিটিভ রয়েছে।

তিনি আরো বলেন, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

এর আগে ৩১ মার্চ নবাবগঞ্জ উপজেলায় সৌদি আরব থেকে আসা এক প্রবাসীর (৪৭) শরীরে করোনা শনাক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ