ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা মোকাবিলায় ফেনীর প্রাথমিক শিক্ষা বিভাগের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
করোনা মোকাবিলায় ফেনীর প্রাথমিক শিক্ষা বিভাগের সহায়তা

ফেনী: করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় ফেনীর প্রাথমিক শিক্ষা বিভাগ প্রায় ২১ লাখ টাকা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের ব্যাংক হিসাবে ২০ লাখ ৪৯ হাজার ৭শ ১৮ টাকা জমা দেওয়া হয়েছে বলেন জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা পর্যায়ে জেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও শিক্ষকগণ বৈশাখী ভাতার ২০ শতাংশ টাকা প্রদান করেছেন।

মন্ত্রণালয়ের আহবানের প্রেক্ষিতে স্বেচ্ছায় জেলায় ৬ উপজেলা ও জেলা অফিস মিলে সাত ইউনিটে কর্তব্যরত ৯ হাজার ৬শ ১জন জনবলের সবাই এতে অংশগ্রহণ করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানান, ফেনী সদর উপজেলায় কর্মরত ৯শ ৬১ দিয়েছেন ৬ লক্ষ ৮ হাজার ১শ ৫০ টাকা। সোনাগাজীতে কর্মরত ৬শ ৭৩ জনের সহায়তার পরিমান ৪ লক্ষ ২ হাজার ২শ ৭ টাকা। দাগনভূঞা উপজেলায় কর্মরত ৭শ ১জন দিয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৮শ ৮৬ টাকা। ছাগলনাইয়া উপজেলায় ৪শ ৬৩ জন দিয়েছেন ৩ লক্ষ ৩ হাজার ১শ ২ টাকা। ফুলগাজীতে ৩শ ৩৫ জন দিয়েছেন ২ লক্ষ ৫ হাজার ১শ ৫৮ টাকা। পরশুরামে কর্মরত ৩শ ৩জন দিয়েছেন ১ লক্ষ ৮১ হাজার ৭শ ১৩ টাকা।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসএইচডি/এসই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।