ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেরপুরে শিশুসহ আরো দুজন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
শেরপুরে শিশুসহ আরো দুজন করোনায় আক্রান্ত

শেরপুর: শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় এক শিশুসহ আরও দু-জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদের একজন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার (৪০) এবং অন্যজন করোনাভাইরাস আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া'র ছেলের ঘরের নাতি। বয়স ১০ বছর।

এতে জেলায় মোট কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা চারজন।

উপজেলা দুটির করোনা শনাক্ত এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় দুজনের কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে আটটার দিকে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। নতুন শনাক্ত দুইজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ নিয়ে জেলায় চার জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে।

এর আগে গত ৫ এপ্রিল শেরপুর সদরের মধ্যবয়ড়া গ্রামের এক গৃহবধূ এবং শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের এক আয়া করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের জেলা হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘন্টা, এপ্রিল ১০, ২০২০
এসই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।