ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিএসএমএমইউ’র অধ্যাপক ও মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
বিএসএমএমইউ’র অধ্যাপক ও মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক ও তার মেয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে নমুনা পরীক্ষায় অধ্যাপকের স্ত্রীর শরীরে কোভিড-১৯ নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএসএমএমইউ উপচার্য কণক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে তার শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অধ্যাপকের শরীরে কোভিড-১৯ পজিটিভ আসার পরে তার স্ত্রী ও মেয়ের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়।

পরীক্ষায় অধ্যাপকের মেয়ের কোভিড-১৯ পজিটিভ এলেও স্ত্রীর নেগেটিভ এসেছে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ওই অধ্যাপকের সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিভাগে জীবানুনাশক ছিটানো হয়েছে।

সেই অধ্যাপক একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থাকায় প্রতিদিনই ক্যাম্পাসে আসতেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি ক্যাম্পাসেই ছিলেন। কোভিড-১৯ পজিটিভ আসার আগে তিনি সহকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।