ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসহায়দের ত্রাণসামগ্রী দিতে ডিএনসিসির দুই হটলাইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
অসহায়দের ত্রাণসামগ্রী দিতে ডিএনসিসির দুই হটলাইন

ঢাকা: অসহায় ও দুস্থ মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে দু’টি হটলাইন নম্বর চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নম্বর দু’টি হলো - ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি।
 
এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে অসহায়, কর্মহীন, সাময়িক বেকার ও দুস্থ মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বৃহস্পতিবার দু’টি হটলাইন চালু করেছে।

হটলাইনগুলো হলো: ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪।
 
ডিএনসিসি এলাকায় বসবাসরত অসহায় ও দুস্থ যে কোনো ব্যক্তি এই হটলাইন দু’টির যে কোনোটিতে ফোন করে ত্রাণসামগ্রী চাইতে পারবেন। হটলাইন দু’টি সার্বক্ষণিক খোলা আছে। হটলাইনে যোগাযোগকারী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তথ্য যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে ডিএনসিসির পক্ষ থেকে ত্রাণসামগ্রী ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।