ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পটুয়াখালী‌তে প্রথম ক‌রোনা আক্রান্ত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
পটুয়াখালী‌তে প্রথম ক‌রোনা আক্রান্ত যুবকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর দুম‌কি‌তে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী ৩২ বয়সী যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় গার্মেন্টস কর্মী (৩২) ছিলেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি জানান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এলাকায় গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।

তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রোববার (৫ এপ্রিল) বাড়িতে এলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, এসিল্যান্ড আল-ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনসহ স্বাস্থ্যকর্মীরা বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

তাকে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক মৃত্যু ব্যক্তির দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ওই এলাকার ২ নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।