বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর রাতে তার মৃত্যু হয়। এর আগে বুধবার (৮ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস জানান, তিনদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই কৃষক। এসব উপসর্গ নিয়ে বুধবার রাতে তাকে রামেক হাসপাতালে ভর্তি হয়। করোনার উপসর্গ থাকায় ওই কৃষককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, যেহেতু করোনার উপসর্গ তার মধ্যে ছিল সে কারণে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা ল্যাবে তা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এসএস/আরবি/