ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, এপ্রিল ৯, ২০২০
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

রাজশাহী: জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সোলাইমান কাজী (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে আদৌও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা এখনও নিশ্চিত নন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর রাতে তার মৃত্যু হয়। এর আগে বুধবার (৮ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত সোলাইমানের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর গ্রামে।  

রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস জানান, তিনদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই কৃষক। এসব উপসর্গ নিয়ে বুধবার রাতে তাকে রামেক হাসপাতালে ভর্তি হয়। করোনার উপসর্গ থাকায় ওই কৃষককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, যেহেতু করোনার উপসর্গ তার মধ্যে ছিল সে কারণে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা ল্যাবে তা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।