ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে এলাকা 'লকডাউন' করলেন চেয়ারম্যান

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
সাভারে এলাকা 'লকডাউন' করলেন চেয়ারম্যান

সাভার (ঢাকা): প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। তাই সংক্রমণের ঝুঁকি এড়াতে সাভার সদর ইউনিয়নের পুরো এলাকা বাঁশ দিয়ে বেরিকেড দিয়ে আটকে ‘লকডাউন’ ঘোষণা করলেন স্থানীয় চেয়ারম্যান। 

এদিকে উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, ওই ইউনিয়নের কোনো এলাকা ‘লকডাউন’ ঘোষণা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি।  

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ইউনিয়নটির বিভিন্ন পাড়া, মহল্লার সব প্রবেশপথে বাঁশ দিয়ে বেরিকেড দেওয়া দেখা গেছে।

এতে ওই সব এলাকার কোনো মানুষ জরুরি কাজেও বের হতে পারছেন না। পোশাক শ্রমিকদের বেতনের টাকা উত্তোলন করতে গেলেও পরতে হচ্ছে নানা প্রতিবন্ধকতায়।  

এ বিষয়ে সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা বাংলানিউজকে বলেন, স্থানীয়দের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকার প্রবেশপথে বাঁশের বেরিকেড দিয়ে এলাকা সুরক্ষার জন্য আটকে লকডাউন করা হয়েছে। আমাদের এলাকায় অঢেলভাবে রিকশা, ভ্যানসহ গাড়ি চলছে। সরকারি নিয়ম মানছে না, যার কারণে করোনার ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  

সড়ক বন্ধ করে রাখার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যেম নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন সাভার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান। যেখানে তিনি লিখেছেন, ‘সাভারের কোথাও কোনো রাস্তা বন্ধ করার নির্দেশ দেয়নি উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া কেউ রাস্তা বন্ধ করবেন না। ' 

ইউএনও পারভেজুর রহমানের যোগাযোগ করা হলে তিনি তার ফেসুবকের পোস্টি দেখার জন্য বলেন।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।