ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
ময়মনসিংহে পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ২ 

ময়মনসিংহ: ময়মনসিংহে এক পুলিশ কনস্টেবলসহ দু’জনের করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান।

তিনি জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল নাজমুল হোসেন (২১) নামের একজনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়।

তাকে নগরীর এস কে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।  

তিনি আরও জানান, একজন সদস্যের কোভিড-১৯ শনাক্তের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থেকে ৪৩৪ সদস্যসহ মুক্তাগাছা এপিবিএন সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।

এছাড়া জামালপুর মাদারগঞ্জের রেজাউর রহমান (৩৪) নামের অপর একজনের কোভিড-১৯ শনাক্ত করা হয় জানান তিনি।

মিজানুর রহমান আরও জানান, বুধবার (০৮ এপ্রিল) ৫১ জনের নমুনা পরীক্ষার পর দু’জনের করোনা ভাইরাস পজেটিভ পায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজে অবস্থিত করোনা শনাক্তকরণের পিসিআর ল্যাব।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
একে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।