ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুর লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
জামালপুর লকডাউন

জামালপুর: অবশেষে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করলেন জামালপুরের জেলা প্রশাসক এনামুল হক।

বুধবার (০৮ এপ্রিল) রাতে তিনি এ ঘোষনা দেন।

এর আগে, জামালপুরের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস (কেভিড-১৯) এর লক্ষণ পাওয়া যায়।

এরপরই এ ঘোষণা আসে।

জামালপুর জেলা প্রশাসক এনামুল হক বাংলানিউজকে জানান, জামালপুর পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের বাইরে থাকবে চিকিৎসায় দায়িত্বরত গাড়ি, অ্যাম্বুলেন্সে, ওষুধ সরবারহের গাড়ি, নিত্য প্রয়োজনীয় সরবরাহের গাড়ি, কাঁচামালের গাড়ি, মিডিয়াকর্মীদের গাড়ি।

গত সোমবার মেলান্দহ উপজেলার ঘোসেরপাড়া ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত আরেকজন। এই জেলায় করোনা রোগীর সংখ্যা দুইজন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।