bangla news

বরিশালে পৃথক দুর্ঘটনায় শিক্ষিকাসহ ২ নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৮ ৮:৪২:৩৪ পিএম
বরিশাল (মানচিত্র)

বরিশাল (মানচিত্র)

বরিশাল: বরিশালে বাকেরগঞ্জে ও উজিরপুরে পৃথক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ দুই নারীর মৃত্যু হয়েছে।

এরমধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জে পানিতে ডুবে মাসুমা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা দুধল মৌ গ্রামে বাড়ির পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, বুধবার দুপুরে পরিবারের সবার কাজের ফাঁকে মাসুমা বেগম গোসল করতে গিয়ে পুকুরে পড়ে যান।

পরে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজের পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। সেখানের কর্তব্যরত তাকে মৃত ঘোষনা করেন। 

অপরদিকে বরিশালের উজিরপুরে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে ওড়না পেঁচিয়ে সীমা আক্তার রিতা নামে এক প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।   

বুধবার দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।  

নিহত রিতা, গৌরনদী উপজেলার চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম খানের মেয়ে। তার বাড়ি উজিরপুর পৌরসভার ৯ ওয়ার্ড পরম্বান্দসাহা গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃত রিতার পিতা মো. শহীদুল ইসলাম খান জানান, বুধবার দুপুরে ভ্যানগাড়িতে করে বরিশাল থেকে উজিরপুরে রওনা দেন রিতা। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর এম এ জলিল (দোয়ারিকা-শিকারপুর) ব্রিজের ঢালে নামার সময় ভ্যানগাড়িতে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সড়কে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান রিতা।   

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমএস/এবি

ক্লিক করুন, আরো পড়ুন :   দুর্ঘটনা বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-08 20:42:34